শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দিতে মোটরসাইকেল না পেয়ে ৯ম শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যা ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ইসলামিক কনসার্ট দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সেলিম রেজা সভাপতি, সিরাজুল ইসলাম সম্পাদক মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধণা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে বৃত্তি প্রদান জনগণ ভোটের অধিকার পায়নি: অধ্যাপক মুজিবুর রহমান

"আজকের আড্ডা টুপটাপ- এর সাথে"

"আজকের আড্ডা টুপটাপ- এর সাথে"
ওমর ফারুক নাজমুল। লেখক, সাংবাদিক ও ছড়াকার। শিশুএকাডেমী থেকে প্রকাশিত শিশু সাহিত্য পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে নিয়মিত লেখা ছাপা হয় তাঁর। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুকিপুর গ্রামের বাসিন্দা তিঁনি।

ওই গ্রামে প্রতিবছর দেশের খ্যাতনামা কবি-সাহিত্যিকদের নিয়ে দিনব্যাপী মিলনমেলার আয়োজন করেন। "টুপটাপ ভবনে চলে সেই গল্প-আড্ডা। আমি গেল কয়েকবছর যাবত এই মিলন মেলায় অংশগ্রহন করে আসছি।

ওমর ফারুক নাজমুল দীর্ঘসময় ধরে পত্রিকায় লেখালেখি করে আসছেন। ভ্রমণ ও ফিচার লিখলেও। তার মূল সাহিত্য চর্চা- ছড়া ও কবিতাকে ঘিরে। তার লেখা বেশ কয়েককটি বই মেলায় প্রকাশিত হয়েছে।

লেখালেখির সুবাধে তার সাথে আমার পরিচয় প্রায় একযুগ। হাসিখুসি মেজাজে থাকেন তিনি। তাঁর নরম কন্ঠে কথা বলা, আর সুন্দর আচরন আমাকে মুহিত করেছে। দীর্ঘ এই সময়ে আমরা অনেক পরিকল্পনা করেছি সাহিত্যকে নিয়ে। দাউদকান্দি সাহিত্য সংসদ 'নামে একটি সংগঠন করেছিলাম।

ওমর ফারুক নাজমুল ভাই, চমৎকার উদ্যোগ নিলেন। তার সম্পাদনায় বের হলো "শিশু সাহিত্য ম্যাগাজিন "টুপটাপ"। কয়েকবছর ধরে প্রতিমাসে এটি নিয়মিত বের করছেন। টুপটাপ পরিবারের সদস্য হিসেবে আমার নামটা বরাবরই প্রতি সংখ্যায় ছাপা হয়। টুপটাপ বেশ কিছু সংখ্যা আমার সংগ্রহে আছে। আমার অফিসে অন্যান্য বইয়ের সাথে বড় আদর করে রেখেছি এটাকে।

অনেক দিন নাজমুল ভাইয়ের সাথে দেখা নেই। টুপটাপ-এর নতুন সংখ্যাও পাচ্ছি না। তাই আজ অফিসে বসে সংগ্রহে থাকা টুপটাপ'-এর সাথে আড্ডা দেই কিছুক্ষণ। প্রিন্টার্স লাইনে সম্পাদকের পরে 'টুপটাপ পরিবারের সদস্যদের নামের তালিকায় আমার নামটির উপর হাত বুলাই। প্রতিটি ছড়ার সাথে ক্যালিওগ্রাফী। অসাধারণ এক সৃষ্টি 'শিশুর আগামীর স্বপ্ন....টুপটাপ।

যান্ত্রিক ও প্রযুক্তির এই সময়ে আমাদের শিশুদের সৃজনশীল মেধা দারুণভাবে হারাতে বসেছে। ছড়া-কবিতা, গান-গল্প, গজল-ইসলামী সঙ্গীত এই সংস্কৃতি যেন এখন স্বপ্ন। মোবাইল ফোনের চাপে যেন নতজানু আমাদের শিল্প-সাহিত্য।

এরমাঝেও ওমর ফারুক নাজমুলরা, হারাতে দেবেনা আমাদের এই সংস্কৃতি। "টুপটাপ-এ ছাপা হবে, শিশুদের ছড়া-কবিতা। গ্রামে-গঞ্জে পাঠকরা আবারও পত্রিকা ম্যাগাজিন হাতে নিয়ে পড়বে এমনটাই প্রত্যাশা।

শীঘ্রই টুপটাপ-এর নতুন সংখ্যা হাতে পাবো এবং আবারও সুকিপুর গ্রামে কবি-সাহিত্যিকদের মিলনমেলায় অংশগ্রহন করবো। নাজমুল ভাইয়ের নিকট এই কামনা। আজকের মতো বিদায়, ভালো থেকো টুপটাপ।

লেখক: শরীফ প্রধান প্রকাশক ও সম্পাদক "প্রধান খবর 01675785122, www.prodhankhabor.com
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন